২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে বন্ডের মাধ্যমে তিনটি ব্যাংক
রিপোর্টারের নাম: বরিশাল খবর
সংবাদ প্রকাশের তারিখ :
Sep 30, 2025 ইং
৭৮১
বার
ছবির ক্যাপশন:
বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্রাক,
ট্রাস্ট ও ইউসিবি ব্যাংক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক
সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুমোদন
দিয়েছে।
পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট
ব্যাংক পিএলসির (ইউসিবি) ৫০০ কোটি টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
পিএলসির (ইউসিবি) ৮০০ কোটি ও ব্র্যাক ব্যাংক পিএলসিকে ১ হাজার কোটি টাকার
বন্ড ইস্যুর অনুমোদন দেয়া হয়।
ট্রাস্ট ব্যাংক জানা গেছে,
রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ ক্যুপন মার্জিন যোগ হয়ে বন্ডটির ক্যুপন রেট
নির্ধারিত হবে। আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট
সাব-অর্ডিনেট এই বন্ডটির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক
বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এ বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১
লাখ টাকা
আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ
ফাইন্যান্স পিএলসি। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে ইউসিবি
ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
ইউসিবি ব্যাংক জানা
গেছে, রেফারেন্স রেটের সাথে ৩ শতাংশ ক্যুপন মার্জিন যোগ হয়ে বন্ডটির
ক্যুপন রেট নির্ধারিত হবে। আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং
রেট সাব-অর্ডিনেট এই বন্ডটির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক
বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এ বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১
লাখ টাকা।
আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে ইউসিবি
ইনভেস্টমেন্ট লিমিটেড।
ব্রাক ব্যাংক জানা গেছে, রেফারেন্স রেটের
সাথে ২.৫ শতাংশ ক্যুপন মার্জিন যোগ হয়ে বন্ডটির ক্যুপন রেট নির্ধারিত হবে।
আন-সিকিউরড, নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল, কুপন বেয়ারিং, ফ্লোটিং রেট,
সোশ্যাল সাব-অর্ডিনেট বন্ড। এই বন্ডটির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এ বন্ডটির প্রতি ইউনিটের
অভিহিত মূল্য ১০ লাখ টাকা
আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব
পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এর অ্যারেঞ্জারের
দ্বায়িত্বে থাকবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।