দুটি পাতা একটি কুঁড়ি’র সুগভীর সৌন্দর্যই চা বাগান। এখানে রয়েছে নানান বৈচিত্র্য ছড়ানো নয়নাভিরাম দৃশ্যের হাতছানি।
মেঘময় আকাশ আর প্রতিটি বিরামহীন বৃষ্টিধারার মাঝেই লুকিয়ে আছে চা বাগানের এমন অদেখা মুগ্ধতা। চা বাগানে বৃষ্টির জলেভরা লেকের শোভা দেখতে দেখতে যদি হঠাৎ পুরনায় বৃষ্টি চলে আসে – তবে সেটা হবে এই পাহাড়-টিলা ভ্রমণের বিস্ময়সূচক এক বাড়তি পাওয়া।