প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮
সেপ্টেম্বর’২৫ তারিখ (সোমবার) বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের পরিবর্তন
পত্রিকায় “আমির হোসেন আমুর পালিত পুত্র পরিচয়ে উল্থান,গনপূর্তের দুর্নীতির
সম্রাট নির্বাহী প্রকৌশলী ফয়সাল” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার
দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পুর্ন
মনগড়া, আজগুবি ,মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।
একটি মহল আমার কাছ থেকে অনৈতিকভাবে স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে আমার
সুনামহানীর জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।আমির হোসেন আমু আমার কোন
আত্বীয়স্বজন নয়।ঝালকাঠিতে থাকাকালীন সময়ে গনপুর্তের বিভিন্ন প্রকল্প, ভবন
উদ্বোধন ,ভিত্তিপ্রস্থর স্থাপন ও সরকারি আলোচনা সভায় দেখা হয়েছে মাত্র যা
সরকারি কর্মের অংশ।আমি কখনো কোনো দলের নেতা বা কর্মী ছিলাম না। সরকারি
দ্বায়িত্ব থেকে সরকারি আদেশ নির্দেশ অনুসরন করে সফলভাবে দ্বায়িত্ব পালন করে
আসছি।অনেকেই ঠিকাদারী কাজের দাবি করে আমার কাছে অনৈতিকভাবে। আমি সরকারি
কোন কাজ দেয়ার মালিক নই।আমি যেখানেই দ্বায়িত্ব পালন করি সেখানেই স্বচ্ছতার
সাথে, নিরপেক্ষভাবে, সততার সাথে সব কাজ গুলো করে আসছি।আমি বরিশালে
দ্বায়িত্ব নেয়ার পরেই বড় বড় প্রকল্পের কাজের উদ্যোগ গ্রহন করি যা সফল ভাবে
অনেক প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং কিছু প্রকল্পের কাজ চলমান।আমার সুনামে
ঈর্ষান্বিত হয়ে এবং অনৈতিক আবদার না রাখতে পারার কারনে আমার বিরুদ্ধে
অপপ্রচার করাই একটি কুচক্রিমহলের কাজ।
আমার নাম ও আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানাচ্ছি।আমি সরকারি নিয়ম ,আদেশ -নির্দেশ মেনে চাকুরী করেছি।আমার
বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ হাস্যকর ও
মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের কাছে কেউ ভুল ও
মিথ্যা তথ্য সরবরাহ করেছে।
আমার নামে উক্ত ভুল ,বানোয়াট, মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো ফয়সাল আলম,
নির্বাহী প্রকৌশলী, গনপূর্ত বিভাগ,বরিশাল।