প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
ময়মনসিংহে মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের তারাকান্দায় মাদ্রাসায় মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে মো. জামাল উদ্দিন নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে তারাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
মো. জামাল উদ্দিন (৬০) নলচাপড়া গ্রামের মৃত শহর আলীর পুত্র। তিনি বানিহালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপির কর্মী ছিলেন।
জানা যায়, বানিহালার ইউপি সদস্য মো. জামাল উদ্দিন বাড়িসংলগ্ন দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায় মেয়েকে রাতের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় তাকে একদল দুর্বৃত্ত পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টায় তার মৃত্যু ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নলচাপড়া গ্রামের মো. কছিম উদ্দিন ও আনোয়ার হোসেন নামে দুইজনকে আটক করেছে।
উপজেলা বিএনপি নেতা জোবায়ের হোসেন তালুকদার ও নিহতের ভাই আজহার উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন।
তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, পূর্বশত্রুতায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
© বরিশাল খবর সর্বস্বত্ব সংরক্ষিত