প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2025 ইং
আগে লাগত ১ লাখ এখন ৪ লাখ: নায়লা নাঈম

মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম বলেছেন, জমি রেজিস্ট্রি করতে আগে ঘুস লাগত ১
লাখ এখন ৪ লাখ টাকা ঘুস। ঘুস বাণিজ্য নিয়ে ফেসবুকে খোলামেলা স্ট্যাটাস
দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। বৃহস্পতিবার তিনি এ স্ট্যাটাস দেন।
অভিনেত্রীর ফেসবুক পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।
‘আমার একমাত্র ভাই জার্মানি থাকে। প্রায় ৬ বছর ধরে।
দেখি বাবা মার জন্য ভালোই টাকা-পয়সা পাঠায় সে। রেমিটেন্স যোদ্ধা।
আব্বা-আম্মা সেই টাকা জমিয়ে একটা জমিও রাখলেন। খুবই ভালো কথা তারা জমি রেখেছেন।
কারবারটা হল জমি রেজিস্ট্রেশনের দিন যখন গেলাম...
সরকারি
পে অর্ডারের খরচ ব্যতীত রেজিস্টার বিশাল অংকের একটা টাকা নানান অজুহাতে
বের করে নিলেন আমার পিতা মাতার কাছ থেকে। তারাও নীরবে দিয়ে গেলেন... কেন
না এটা নাকি দিতেই হয়।
হুম... সেটা আমি জানি দিতে হয়।
“ঘু*স” বলে এটাকে।
একটা অভ্যুত্থান হল। সরকার পতন হলো। নতুন সরকার আসল।
আম জনতা কী পেল?
আগে
যে রেজিস্ট্রেশন করতে কথার কথা ১ লাখ টাকা লাগতো সেটা এখন লাগে ৪ লাখ।
কেননা প্রতি শতাংশে বিশাল একটা চার্জ বসিয়েছে সরকার ট্যাক্স হিসেবে।
আর আগে রেজিস্টার ঘু*স খাইতো... এখনো খায়।
আর রাস্তাঘাটে হাঁটতে গেলে তো চায়ের দোকানের সাথে উষ্টা খেতে খেতে জান যায় যায় অবস্থা।
রেজিস্ট্রেশন শেষ করে ভাইকে একটা মেসেজ দিলাম।
“ভাই
আর যাই করো... বিদেশের মাটি কামড়ে থাকো... তিন বাচ্চা সহ ডিভোর্সে ফরেনার
মহিলাকে বিয়া কর... অনুরোধ একটাই দেশে আর ফিরবা না... তোমার পায়ে ধরি।”
তাকে সুপরামর্শ দিলাম না কুপরামর্শ দিলাম? আপনারাই বলুন??”
© বরিশাল খবর সর্বস্বত্ব সংরক্ষিত