প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
নেছারাবাদে রিয়াজ মৃধার অত্যাচার ও অপকর্ম

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী হয়ে আসছেন ইয়াকুব আলী মৃধার ছেলে রিয়াজ মৃধার নানা ধরনের অত্যাচার ও অপকর্মে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ক্ষমতাসীন দলের নেতাদের সাথে ছবি তুলে নিজেকে "বড় যুবলীগ নেতা" হিসেবে পরিচিত করতেন রিয়াজ। শ. ম. রেজাউলসহ প্রভাবশালী নেতাদের সাথে ওঠাবসার কারণে এলাকায় দাপট দেখানো ছিল তার নিয়মিত চর্চা। তবে ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পরই তিনি নিজেকে হঠাৎ করে "ত্যাগী বিএনপি নেতা" দাবি করতে শুরু করেন। ক্ষমতার পালাবদল হলেও রিয়াজ মৃধার দাপট যেন সবসময়ই একই রকম থাকে।
শালিসি, দালালি আর দখলবাজির রাজত্ব
এলাকাবাসীর অভিযোগ, শালিসি মিমাংসা থেকে শুরু করে থানার দালালি—সবখানেই রিয়াজ মৃধার প্রভাব বিস্তার। দখলবাজি, চাঁদাবাজি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সাথে তিনি ও তার সহযোগী তুহিন তালুকদার জড়িত বলে স্থানীয়রা জানান।
অনৈতিক সম্পর্ক ও পরিবার ধ্বংসের অভিযোগ
সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে অনিল মেম্বারের মেয়ে সাথী মিস্ত্রির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন রিয়াজ মৃধা। এ ঘটনায় অনিল মেম্বার আদালতে মামলা করলে দলীয় প্রভাব খাটিয়ে অনিল মেম্বারের পরিবারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়।
এমনকি নিজের আপন শালার স্ত্রীর সাথেও অবৈধ সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে এলে ফরহাদ তালুকদার তার স্ত্রীকে তালাক দেন। এসব ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও ক্ষোভের সৃষ্টি হয়।
চোরাই তেল ব্যবসা ও জাহাজ ডাকাতির অভিযোগ
অভিযোগ রয়েছে, ইউনিয়নের সাগরকান্দা বাজার সংলগ্ন ঝালকাঠি খাল থেকে চলাচলকারী তেলের জাহাজ আটকে চোরাই তেল ব্যবসা ও ডাকাতির মতো অপকর্মের সাথেও যুক্ত রিয়াজ মৃধা। স্থানীয়রা জানান, এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে নানা উপায়ে হেনস্তা করা হয় এবং আইনি ঝামেলায় ফেলা হয়।
সাংবাদিককে হুমকি
মুঠোফোনে রিয়াজ মৃধার কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। তবে কিছুক্ষণ পরই জিয়া উদ্দিন নামে এক ব্যক্তির মাধ্যমে সাংবাদিককে ফোন করিয়ে বিভিন্ন ধরনের হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো হয়। এতে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীদের আক্ষেপ
এলাকার সাধারণ মানুষ জানান, "ক্ষমতা বদলালেও আমরা রিয়াজ মৃধার অত্যাচার থেকে মুক্তি পাইনি। আওয়ামী লীগ আমলে তিনি যেভাবে দাপট দেখাতেন, এখন বিএনপির নাম ভাঙিয়েও একইভাবে দাপট দেখাচ্ছেন। কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।"
© বরিশাল খবর সর্বস্বত্ব সংরক্ষিত