প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় শিশুসহ নিহত ৪

রোববার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
চালিয়েছে রাশিয়া। এই বর্বর হামলায় ১২ বছর বয়সী একটি শিশুসহ অন্তত ৪ জন নিহত
হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
স্থানীয় সময় রাতভর চলা এই
আক্রমণে কিয়েভের আকাশসীমায় জারি করা হয় জরুরি সতর্কবার্তা। ইউক্রেনীয়
সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত
হয়েছে, যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে।
হামলার ভয়াবহতায় অনেক বাসিন্দা
রাতেই নিরাপত্তার খোঁজে আশ্রয় নেন ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে। কিয়েভের
সামরিক প্রশাসন জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে প্রথমে একজনের মরদেহ
উদ্ধার করা হয়, পরে আরও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান,
“রাশিয়া রাতভর শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে একাধিক আবাসিক ভবন ধ্বংস হয়েছে, বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।”
এদিকে,
ইউক্রেনে রাশিয়ার এই নতুন আক্রমণের প্রেক্ষিতে প্রতিবেশী পোল্যান্ডও
নিয়েছে সতর্ক অবস্থান। 'অপরিকল্পিত সামরিক কার্যকলাপ' হিসেবে এই পরিস্থিতি
বিবেচনা করে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর দক্ষিণ-পূর্ব অংশের আকাশসীমা
সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।
আলজাজিরা জানায়, রুশ
ড্রোনের উপস্থিতি ডেনমার্ক ও নরওয়ের দিকেও লক্ষ্য করা গেছে। এরই
প্রেক্ষিতে বাল্টিক সাগর অঞ্চলে ন্যাটোর পক্ষ থেকে একটি প্রস্তুতিমূলক
সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পোল্যান্ডও সেই প্রস্তুতির অংশ হিসেবে
প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে।
এই আক্রমণ শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপে উত্তেজনার পারদ আবারও চড়িয়েছে। বেসামরিক নাগরিকদের জীবন এখন যেন প্রতিদিনই ঝুঁকিতে।
© বরিশাল খবর সর্বস্বত্ব সংরক্ষিত