প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

নির্বাচনের প্রস্তুতিতে কমিশন এগিয়ে গেছে বলে উল্লেখ করে প্রধান নির্বাচন
কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য
নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।”
রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, “দেশে যারা নির্বাচনের কাজে থাকেন তারা ভোট দিতে পারেন না। এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে।”
এটি একটি মাইলফলক বলে মন্তব্য করেন সিইসি।
সিইসি
বলেন, “বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর আরপিও সংশোধনসহ বিভিন্ন কাজ করেছে।
পোস্টাল ব্যালট আইনে থাকলেও প্রয়োগ ছিল না, এটি নিয়েও কাজ করছে ইসি।”
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করেছে কমিশন।
এরপর দুপুর আড়াইটা থেকে ১৫-১৭ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
© বরিশাল খবর সর্বস্বত্ব সংরক্ষিত