প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
কেউ কেউ ফ্যাসিবাদের রোল প্লে করছে: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৭৫৭
সালের ২৩ জুন যেমন বিশ্বাসঘাতকদের কারণে স্বাধীন নবাবি বাংলার পতন ঘটেছিল,
আজও অনেকে সেই একই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। কেউ জাতীয়তাবাদের ভেতর থেকে,
কেউ ইসলামি দলের ছদ্মবেশে ফ্যাসিবাদের রোল প্লে করছে। যারা বাংলাদেশকে
বিক্রি করে দিতে চাইছে, তাদের চিহ্নিত করতে হবে।
শুক্রবার (২৬
সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের
মাঠসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে “দায় ও দরদের ভিত্তিতে
বাংলাদেশ ২.০ গড়ার প্রত্যয়” শীর্ষক জুলাই গণসমাবেশে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “যারা
এস আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা শহীদ সাদ,
মুগ্ধ, আবু সাঈদসহ ১৪০০ শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে।”
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন এবি পার্টি মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক
অ্যাডভোকেট রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শহীদ আফিকুল ইসলাম সাদের পিতা
শফিকুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শ্যাডো
কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান এবং ঢাকা মহানগর
উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
© বরিশাল খবর সর্বস্বত্ব সংরক্ষিত