প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
শেরপুরের নালিতাবাড়ীতে পিডিবির তার চুরি: গ্রেপ্তার-৯

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে (পিডিবি) প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকার তার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ কর্মকর্তা-কর্মচারী।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে নালিতাবাড়ীর কালিনগর বাইপাস এলাকায় ঠিকাদারের ভাড়া ডিপো থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২ ড্রাম তার, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরহাদ (৩২ ), রফিকুল ইসলাম (৪৫) শাকিল (২২) রঞ্জু (২৭) মোবারক (৩৫) তৈয়ব আলী (৩৪) সিয়াম হাসান (২০) আব্দুস সাত্তার (৩২) ও মোফাজ্জল হোসেন (২৪)। জানা গেছে, পিডিবি উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছে এমআরএম ইন্টারন্যাশনাল।
ঢাকার পান্থপথের ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাজ এবছরের ডিসেম্বরে শেষ হবার সময় সীমা থাকলেও বছরের শুরুতেই শেষ হয়ে যায়। উদ্বৃত্ত নতুন ও পুরনো ক্যাবল পিডিবি’র কাছে হস্তান্তরের নিয়ম।
কিন্তু ওইসব ক্যাবল গোপনে সরিয়ে ফেলতে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা গোপনে রোববার ভোরে চেষ্টা চালালে জনৈক হুমায়ুন কবীর হিমেলের জায়গায় ভাড়ায় নেয়া ডিপো থেকে লাইট বন্ধ করে উদ্বৃত্ত ২৪ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে লোডের চেষ্টা চলছিল। দুই ড্রাম ট্রাকে তোলার পরই স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেন।
পুলিশ ট্রাকে লোড করা দুই ড্রাম কেবল, একটি ট্রাক ও একটি পিকআপসহ ৯ জনকে আটক করে।
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রোববার দুপুরে থানায় এলেও তারা মামলা করতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে পুলিশের চাপে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পরে মামলা গ্রহণ করে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অপর প্রতিনিধি শাওন জানান, দুর্বৃত্তরা তাদের অগোচরে ক্যাবল চুরির চেষ্টা করছিল। জড়িতরা তাদের প্রতিষ্ঠানের নিয়োগকৃত কি না, জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
তবে গ্রেপ্তারকৃত শ্রমিকরা জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নির্দেশে তারা ক্যাবলগুলো ভালুকায় নিয়ে যাচ্ছিলেন।
নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, ক্যাবলগুলো পিডিবি’র। চুরি করা অন্যায়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, ক্যাবলগুলো চুরির উদ্দেশ্যেই যথাযথ প্রক্রিয়া মেনে জমা না দিয়ে ভোরে গোপনে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে আলামতসহ জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
© বরিশাল খবর সর্বস্বত্ব সংরক্ষিত